বৃষ্টি দিনে
- আমানত উল্লাহ সোহান
বৃষ্টি নিয়ে মিষ্টি ছড়া
লিখতে বসি যেই ,
অমনি আমি হারিয়ে পেলি
আমার মনের খেই।
বৃষ্টি দিনে ছাতার নিছে
আমি তুমি একা,
এইতো ওগো তোমার সনে
মম প্রথম দেখা।
লেগেছিলো তোমায় ভালো
দিয়েছিলে সাড়া,
সেই থেকে তো আমার মনে
প্রেমের খাতা নাড়া।
কবি হয়ে কাব্য লিখি
গায়ক হয়ে গান,
মুঠি কথায় শুনার জন্য
কিসিং-ফিসিং জান।
জুন,২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।