নতুন আলো
- আমানত উল্লাহ সোহান

নববর্ষের নতুন আলোয়
নতুন সপ্নের রেখা,
ব্যার্থতাকে ভূলে গিয়ে
নতুন সপ্ন দেখা।

নববর্ষের নতুন আলোয়
কষ্ট ব্যাথা ভয় ,
নিজের জীবন বাজি রেখে
করবো এসব জয়।

নববর্ষের নতুন আলোয়
জাগুক মোদের প্রাণ,
সবাই মিলে রাখবো অটুট
এ দেশরেই মান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।