শরৎ আসে
- আমানত উল্লাহ সোহান
শরৎ আসে নীল গগণে
মেঘ পরীদের নুপুর,
শরৎ আসে হিমেল হাওয়ায়
সন্ধ্যা সকাল দুপুর।
শরৎ আসে শিউলি তলায়
শিশির ভেজা ফুল,
শরৎ আসে মন গহিনে
কাশফুল আর বকুল।
শরৎ আসে কৃষকের মনে
প্রাণে সোনার হাসি,
তাইতো ভাই হ্রদয় দিয়ে
শরৎকে ভালোবাসি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।