শরৎ
- আমানত উল্লাহ সোহান
শরৎ আসে মেঘের কোলে
রোদের ডানায় চড়ে,
নীল-পরীরা যায় উড়ে যায়
নিত্য খেলা করে।
শরৎ আসে জোছনা রাতে
নিয়ে চাঁদের আলো,
জোনাকিরা যায় উড়ে যায়
লাগে বিষণ ভালো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।