পাখি ও খোকা
- আমানত উল্লাহ সোহান

রোজ সকালে ঘুম ভেঙ্গে যায়
একটি পাখির গানে,
সুর দিয়ে যায় দোল দিয়ে যায়
খোকার অবুঝ প্রানে।

অবুঝ খোকা ভাবছে যখন
অবুঝ মনের ফাঁকে,
ঠিক তখনি হিজল ডালে
সেই পাখিটি ডাকে।

ভাবছে খোকা আকাশ পাতাল
যদি হতাম পাখি,
ভোর বিহনে আমার ডাকে
খুলতো সবার আঁখি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।