নীলুর হাসি
- আমানত উল্লাহ সোহান
পরাণ পাখি নীলু আমার
কয়না কথা আর,
সেই থেকেতো আমার পরাণ
হইছেরে ছারখার।
কথা কইলে কয়যে দিবো
ছাকিপ খানের কিল,
আমার দুখে হোসেরে সে
হাসেরে খিলখিল।
মান-অভিমান বুঝিনারে
বুঝিনারে আর,
এমন হলে প্রেম পিরিতী
টেকানো তো ভার।
শপথ নিলাম প্রেম পিরিতি
করুম নারে আর,
প্রেমের কাছে মানবো নারে
মানবো নারে হার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।