ভেসে যায় বন্যায়
- আমানত উল্লাহ সোহান

ভেসে যায় গাছ পালা
এসেছে যে বন্যা,
ভেসে যায় ঐ দেখো
সলিমের কন্যা।

ভেসে যায় খাল-বিল
ভেসে যায় ঘর,
গবাদি পশুও ভাসে
ভেসে যায় চর।

ভেসে যায় ফসল আর
ভেসে যায় ঘাট,
ভেসে যায় সব স্মৃতি
ভেসে যায় মাঠ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।