।। ভার্চুয়ালের লোকটা ।।
- আহমেদ রুহুল আমিন - ভার্চয়াল ১৪-০৫-২০২৪

আমি এই লেখায় নিজেকে বা আমার মাধ্যমে ভার্চুয়াল জগতে বিচরণকারী সবার কথাই বলতে চেয়েছি ! 'মৃত্যু' অবধারিত, 'মৃত্যুর' চেয়ে বৃহৎ সত্য আর কি হতে পারে ? একটি বিষয় হলো - জীবনের যে স্তর বা ধাপ আমরা প্রতিনিয়ত অতিক্রম করে মৃত্যুর শেষ পরিণতির দিকে ধাবিত হচ্ছি ! এই যে আমাদের শৈশব,কৈশোর, যৌবন .....এমনি করেইতো জীবনের এক একটা স্তরের সমাপ্তি ঘটছে....যা কিনা একএকটিকে আংশিক মৃত্যু বললে কি ভুল বলা হবে ? আর আরেকটি বিষয় হলো - আপনি কি বলতে পারেন
আপনার দৈনন্দিন জীবনে চলার পথে কখন 'মৃত্যু' এসে হানা দেয় বা মৃত্যুর গ্যারান্টি কি কেউ আমরা দিতে পারবো ? তাই, আমি এই সময়কে নুতন নামেই অভিহিত করেছি যার নাম ' জীবনবাজি' জীবন-মৃত্যুর সন্ধিক্ষণীয় একটি অবস্থা ! উপরোন্তু , আমি বা আপনি দেখবেন একদিন হঠাৎ করে থাকবোনা .... তখন এই ভার্চুয়াল জগতের কারো কিছু যায়- আসবেনা ! একটু গভীরভাবে চিন্তা করুনতো - আমি আপনি যখন এই পৃথিবীতে থাকবোনা , সেই পরিস্থিতিতে আজকে যারা এখানে স্ট্যাটাস দিচ্ছি বা যারা বেঁচে থাকব - তাদের অনভুতিটা কি হতে পারে ? সেই পরিস্থিতি আগাম অনুধাবন করে এই লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র । মৃত্যু অবধারিত... মৃত্যু চিরন্তন... মৃত্যুই একমাত্র সত্য ! সুতরাং , পৃথিবীতে যে কয়েকদিন আমরা বাঁচব সে কয়েক দিন পৃথিবীর কল্যাণ তথা মানুষের কল্যাণে কাজ করে যাব খ্রিষ্ট নববর্ষ 2017 সালে এই হোক আমাদের মহান ব্রত । সবাইকে জানাই খ্রিষ্ট নববর্ষের শুভেচ্ছা , ভাল থাকবেন -ভাল রাখবেন সবাই ।

।। ভার্চুয়ালের লোকটা ।।

ভার্চুয়ালের লোকটা যখন
হঠাৎ করে থাকবেনা,
‘জীবনবাজির’ সেই সময়ের
'সেলফিতো' কেউ আঁকবেনা ।
লোকটি পরিচিত তাঁর
একটি ভাল দিক ছিল,
'ব্লগে' আর 'ফেসবুকে' কী
ছাইপাশ সব লিখছিল ।
'প্রফেশনটা' বড়োতো নয় -
এমনিই জীবনজট কম,
কাজের ফাঁকে নিত্য আসে -
ডব্লিউ. ডব্লিউ. ডট .কম।
'দেশ- মানুষ আর মাটি' নিয়েই
ভালমানুষি চিন্তা তাঁর,
সহজ মানুষ - সরলভাবে
সহজে কাটে দিনটা তাঁর ।
রুটি-রুজির খোঁজে সদাই
দিনতো কাটে বাধ্যতার,
অসহায়ের পাশে দাড়ানো
ছিলনা তাই সাধ্য তাঁর ।
লেখালেখিতে ‘মানুষ’ কিনা-
'সবার উপরে সত্য' তার,
ধর্ম-বর্ণ রাজনীতিতে
আদর্শ নাই দৈত্যতার ।
‘বেশ কিছুদিন হলো যে তার
লেখা চোখে পড়ছেনা,
ওঁর প্রোফাইল অমনি আছে
আনমনে কেউ ধরছেনা ।
মেঘে মেঘে বেলা যে যায়
সময় গড়ায় তারও আগে,
হিসেব থেকে 'এমবি' কমে
বুঝবে ' মার্ক জুকারবার্গ-এ' ।
এই মানুষটি দুনিয়াতে
বেঁচেছিল অল্পদিন,
ফেসবুকে তার বন্ধু ছিল
লাইকে ছিল স্বল্প ঋণ ।
সেও বুঝেনাই এই ধরাধাম
‘জীবনবাজির ফাঁদ’ ছিল,
স্ত্রী -পুত্র -কণ্যারা তাও
একটুখানি কাঁদছিল ।।
===========

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।