রক্তাক্ত গোলাপ কি আর নীল হয়?
- নাহিদ সরদার

রক্তাক্ত গোলাপ কি আর নীল হয়?
মো: নাহিদ সরদার

এক ঝুড়ি আলো পড়ে রাতের কপালে
পাখিসব বলে যায় ভোর হলো
এদিকে বাগানের গোলাপটা স্নান সেরেছে কুয়াশায়
এখন সে পরিপূর্ণ প্রেমিকা গোলাপ
আজকে করেছে আয়োজন কাঙ্ক্ষিত ভালবাসার
সারাটা সকাল সাজিয়ে নিল অপেক্ষার প্রহরে
দুপুরে আসার কথা প্রেমিক প্রজাপতি।
কিন্তু আমিতো কথা দিয়েছি তাঁকে
গুঁজে দেব নীল এক গোলাপ খোপায়,
অবশেষে এলো ঠোঁটে নিয়ে সে প্রেমিক প্রজাপতি
নীল গোলাপটা খোপায় গুঁজলাম অাদরে
খোপায় টেকেনি সে গোলাপ
কুটিকুটি রক্তাক্ত গোলাপ পাপড়ি পড়ে রইল মাটিতে
মেয়ের ঠোঁট থেকে উড়ে গেল প্রেমিক প্রজাপতি
গোলাপ চুম্বনে ফেরাতে চাইল নীল
রক্তাক্ত গোলাপ কি আর নীল হয়?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।