অামার ভালবাসার রঙটা কী?
- নাহিদ সরদার
আমার ভালবাসার রঙটা কী?
মো: নাহিদ সরদার
কে কবে বলেছে বেদনার রঙ নীল
তাতো জানা নেই,
তবুও একটু কষ্টে ভাবি বেদনার রঙ নীল।
আকাশের দিকে চেয়ে বলি
এতো ব্যথা কেনগো তোমার
কোন বেদনায় মেখেছো মাত্রাতিরিক্ত নীল?
নিরুক্তর আকাশটা হাঠাৎ গোমড়া হলো মেঘলা মুখে
বুঝে নিতে হলো তাই, বেদনার রঙ হয়তো মেঘলা।
প্রেম মানেনা কোনো সময়
কোথাথেকে নীল এক প্রজাপতি এলো
ভালবেসে বলে গেল ভালবাসি,
এখন আমার ভাল লাগে নীল
ভাল লাগে নীল চোখ ভাললাগে নীলাঞ্জনা
আর ভাল লাগে নীলাকাশ
বেদনার রঙ যদি নীল হয়
অামার ভালবাসার রঙটা কী?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।