স্বপ্নাণুকাব্য
- অনির্বাণ মিত্র চৌধুরী

দু'চোখ জুড়ে স্বপ্ন সাজাই
স্বপ্ন নামাই, স্বপ্ন বানাই।
স্বপ্নে স্বপ্নের জাল বুনে যাই;
স্বপ্ন উড়াই, স্বপ্ন ভাসাই।
মাঝে মাঝে স্বপ্ন হারায়,
হৃদয় ভাসে অঝোর ধারায়।
চোখের তারায়, কল্প মায়ায়
দুঃস্বপ্নরা হাতড়ে বেড়ায়।

দুঃস্বপ্নের চিলেকোঠায়
স্বপ্ন ভাঙ্গার কষ্ট জমাই।
নষ্ট স্বপ্নের কথামালায়
কষ্টরাগে সুর সেধে যাই।
ভগ্ন স্বপ্নের কালো জমিনে
নীলচে কষ্টগোলাপ ফোটাই।
স্বপ্ন ভাঙ্গার কাব্য লিখে
অশ্রুজলে শব্দ মোছাই।

তবুও আমি স্বপ্ন দেখি,
স্বপ্নে ডুবি, স্বপ্নে ভাসি।
স্বপ্নধুলো গায়ে মাখি,
স্বপ্নে কাঁদি, স্বপ্নে হাসি।
স্বপ্ন ভাঙ্গার কষ্ট পুষি;
পাঁজর দিয়ে আগলে রাখি।
স্বপ্ন এমন সর্বনাশী—
তবু অগোচরে জড়িয়ে থাকি!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।