সুন্দরগঞ্জের পিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

সুন্দরগঞ্জ অচল
কে করিবে সচল!
কে করিবে সুন্দরগঞ্জ মানুষের দেখ ভাল!
কে দূর করিবে সুন্দরগঞ্জের সমস্যা-জন্ জাল ?
কে দেখাবে সুন্দরগঞ্জ বাসীকে সত্যের আলা,
কে নিভাবে অসহায়
মানুষের বক্ষের জ্বালা?
কে বুঝবে সুন্দরগঞ্জ অসহায় চরবাসীর কষ্ট
নেতা হারিয়ে,কূল হারিয়ে সুন্দরগঞ্জ বাসী আজ পথভ্রষ্ট?

সুন্দরগঞ্জের সাধারণ জনগণ হিসেবে এমপি লিটন হত্যার বিচার চাইছি?

-ফাইয়াজ ইসলাম ফাহিম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।