এসেছি তোমার কাছে
- অনির্বাণ মিত্র চৌধুরী
আমি কতটা পথ পেরিয়ে আজ
এসেছি তোমার কাছে
তুমি দু'হাত বাড়িয়ে নাও জড়িয়ে
বুকেরই নিঃশ্বাসে
আমি ভালবাসার ফেরারী হয়ে
ঘুরবো পথে পথে
তুমি জনম জনম রেখো আমায়
তোমার পাশে পাশে।
আমি বুকের পাঁজরে যতন করে
রাখবো তোমায় ধরে
তুমি যেও না কখনো দুরে চলে
আমায় একা করে
আমি ভালবাসার রং - তুলিতে
আঁকবো তোমার ছবি
তোমার চোখের ভাষায় বাক্ִ হারিয়ে
যাই যে ভুলে সব-ই।
আমার মন আকাশে একটাই চাঁদ-
তুমি শুধু তুমি
যেন তুমি ছাড়া জীবন আমার
ধু'ধু' মরুভূমি
আমি তোমার সুরে সুর মেলাবো
ভালবাসার গানে
তুমি জনম জনম বেঁধে রেখো
সুরেরই বাঁধনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।