আলকাতরা সুন্দরী
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আলকাতরা সুন্দরীর প্রেমে
হয়েছি মশগুল!
আলকাতরা সুন্দরী আমায় ভালবাসে না
দাম দেয় না এক চুল?
আলকতারা সুন্দরী
আমায় নিখে খেলছে ফুটবল,
আহোরাত্র জ্বালায় আমায়
দেখায় বাহনা-ছল?
আলকাতরা সুন্দরীর
মন বলতে নেই কিছু!
আহ্লাদে আটখানা
সহস্র ছেলেদের ঘুরায় পিছু?
আলকাতরা সুন্দরী
কে পাবার আশায় ঘুম করি কামাই
কবে আমি হব
আলকাতরা সুন্দরীর জামাই?
৪.১.২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।