ভুলে যাও পরাজয়
- রুহুল আমীন রৌদ্র
কিছু গ্লানি মুছে ফেলতে হয়,
ভুলে যেতে হয়, কিছু জয় কিছু পরাজয়,
পচাৎতে ফেলে দুঃসময়ের অদ্রী ,
সম্মাখে চলো দুর্বার নির্ভয়,
বিজয়ের কেতন উড়ছে অদূরে,
ভুলে যাও পরাজয়।
এখন আঠারো যার,
শিকল ছেঁড়ার সময় তার।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।