ভালবাসি বলার সুযোগ হলনা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ১১-০৫-২০২৪

ভালবাসি বলার সুযোগ হল না।
কবির মত কবিতা লেখা হল না।
দেখা হল না তোমাকে শিল্পীর চোখে
তোমার রুপের উপমা দিয়ে।
উপহাস করতে চাইনি।
চাইনি তোমার দেহের রূপ।
তুমিতো আত্মার রূপে সুন্দর ।
তোমার রূপের কদর জানে।
সে মহান লেখক ।
যিনি নারীর তুলনা নারীর সাথে করেছেন
গোলাপের তুলনা গোলাপের সাথে।
ভালবাসি তোমাকে বলা হলনা ।
দেখা হলনা তোমাকে তোমার রূপে।
গাত্রবর্ণ কেমন তোমার ।
গোলাপি 'সফেদ না তামাটে।
সে কথা ভাবিনি কোনদিন ।
তোমার রুপে যে তুমিই বিলীন
উপমার দরকার কি আছে।
চোখের 'চুলের 'ঠোটের ।
খুজিনি উপমা তোমার রূপের।
তুমিতো তোমার মত সুন্দর।
উপমা সেখানে কেন প্রয়োজন?
তোমার রূপের বর্ণনা।
কার সাথে দিবো তুলনা।
সেটা আজো খুঁজে পাইনি।
তাই বলা হল না আজো।
তোমাকে ভালোবাসি।
চাঁদের সাথে ফুলের সাথে।
হরিণের চোঁখের সাথে
পটলের সাথে তোমার ঠোটের
আমি করিনি তুলনা '
তোমাকে মানুষ ভাবি মনের মাঝে
ভেবেছি তার চাইতেও বেশী ।
ভেবেছি মনের শ্রেষ্ঠ মানবী রূপে
তাই সেসব ভাবনার প্রয়োজন পরেনা
তুমি তো তোমার রূপে অনন্য।
তোমার রূপের তুলনা কি বা হয়
কে বা আছে তোমার সমতুল্য

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Likhon198888
১৭-০৩-২০১৭ ২৩:১৪ মিঃ

আপনি এখনো বলেননি? ??