একদিন ভবিষ্যত হবে বিলাসী বর্তমান
- নাহিদ সরদার

একদিন ভবিষ্যত হবে বিলাসী বর্তমান আমার
মো: নাহিদ সরদার

অামার বাস্তব সত্য বিশ্বাস করেনা প্রেম
আজকের সমাজে মাটির দেয়ালে গড়ান বাড়ি
সেই সাথে পলিথিনে তৈরি চাল ভাঙা জানালা,ভাঙা খাট
একটা কম্বল, আর একটা পুরাতন বাই সাইকেল শুঁধু যে আমার সম্বল,
কথাগুলো মুঠোফোন বলা হয় বারেবার
তবুও প্রেমিকার মনে অবিশ্বাসের অাঁধার
ভেবেছিল উচ্চ বিলাসী মানুষ হব।
একদিন রাতে খাটের একটা কোণে জড়সড় নিজেকে অাবিষ্কার করলাম বৃষ্টির ভয়ে
বৃষ্টি ঝরানো এমনো রাতে খুঁজে নিতে এলো ভালবাসার সে ভায়োলিন,
করুণ অথচ মিষ্টি সুরে জানতে চাইল বর্তামান,
নির্দ্বিধায় সমস্ত অ্যালবাম মেলে দিলাম বর্তামানের
নিখুঁত বিশ্লেষণে নিরুদ্দেশ হলো তার খামখেয়ালি ভালবাসা
তবে আমি জানি আমার সুপ্রসন্ন ভবিষ্যৎ আবার এনে দেবে তাঁকে
সমুদয় বসন্ত ফুলের তোড়াতে বলবে ভালবাসি
আমার বর্তামানে মোটেও বিচলিত নই আমি
একদিন ভবিষ্যৎ হবে বিলাসী বর্তমান আমার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।