কষ্টের সাথে ঘরবাড়ি
- মমিনুল হককষ্টের সাথে ঘরবাড়ি শেখ মমিনুর ইসলাম / তোরা কেউ আমাকে কষ্ট দে- আজকাল আমি কষ্ট পুষতেই ভালোবাসি। কষ্টের সাথে ঘরবাড়ি, কষ্টতেই দেখি আপন পরিচয়। কষ্ট আমার ঘুম হারানো ঔষধ, কষ্ট আমার জীবন পতনের কাঠি। কষ্টের কথা শুনতে ভালোলাগে, কষ্ট মানুষকে স্ব-জাতি ভাবতে ভালোলাগে। . হঠাৎ কেন তবে, অদ্ভুতে পরিণত জানতে ইচ্ছে হলে, তেমন কিছুই পাবেনা- শুধু যেদিন থেকে হারিয়ে গেছে এই দেহ যৌবন হতে, তার অস্তিত্বের চিহৃ তখন থেকেই হয়তো,কষ্ট মানুষের মন বুঝি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।