পথের কবিতা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অসমাপ্ত কাব্য
তুমি যে কবিতা পড়তে চাওনি
আজ হয়তো পড়বে।
মন না চাইলেও দেখবে।
"
দেখবে কিছু অগোছালো শব্দের ভির
কিছু পাগলের প্রলাপ।
কিছু নষ্ট শব্দ ।
একটা ভুল বাক্য।
ব্যাকরণ মানে নি সেই কবিতা।
"
লেখক বোকা মুর্খ হবে হয়তো বা।
পথের কবিতা লিখেছে সে।
পাগলের মত কিসব ।।
'
তার কবিতাতে ভাষার অভাব।
ভাবের অভাব তো লক্ষনীয়।
না পড়েই যাচ্ছে বুঝা।
কোন দিনো সে নিয়ম পড়েনি।
জানে না ছন্দ কত প্রকার।
তার কাজ নাই কোন বেকার।
তাই বসে বসে কলমের কালি
আর খাতার পৃষ্ঠা নষ্ট করে
'
'
সে তো বুঝেই না ।
কবিতা কাকে বলে।
তার লেখার হক্ক আছে কি?
এটা কি করে হয়!
'
'
এই কবিতা পাগলামী।
এই কবিতা ভন্ডামী।
কবিতার নাম হচ্ছে নষ্ট।
কবিরা পাচ্ছে নিশ্চই কষ্ট।
এই অনিয়মের কারবার দেখে
'
'
কি যে হল দেশে।
এই দেখতে হল অবশেষে?
কি সব লেখে ।
কি যে দেখে।
বুঝি না এদের কাজ ।
এদের নেই কোন লাজ।।
'
'
কি আর বলব ভাই।
কিছুই বলার নাই ।
বলছি তোমায় শোন
এই কবিতা ছেড়ে
কাব্য কবিতা শোন।।
"
কাব্য রসে ভরা
কাব্য হল সেরা ।
যাতে আছে সংস্কৃতের ছোয়া
সেখানেই যাবে রস পাওয়া।
"
"
এসব উৎকোচ নিও না মেনে।
বের করে দাও এদের টেনে।
বের করে দাও মাথা থেকে।
এই পাগলদের সব পাগলামী।
"
"
বলছি তোমায় শোন ।
এই কবিতা ভুলেও পড়বে না।
এটা এক পাগলের পাগলামী
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।