একটা কবিতার বই
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

একটা কবিতার বই
প্রকাশ করতে গিয়ে
কত কথা শুনতে হল-
বালক কবিকে।

কত ব্যাথা বুকে নিয়ে।
লিখে নিল তার অমর কবিতা।

কত না কবিতা ।
অযতনে ফেলে দিল-
সংবাদ পত্রের সম্পাদক।
কত কবিতার পাতা দিয়ে
বিক্রি হল ঝালমুরি।

কবিতা লেখা হল হাজার।
দুঃখ কষ্টের ।
ভালবাসা আর প্রেমের।
বিরহ আর যন্ত্রনার ।

সব গুলো নাকি ভুলে ভরা।



ফেসবুকে কেউ আবার ।
প্রচ্ছদ আর বইয়ের ছবি দেখিয়ে ।
কবিকে দেখাল আশা।
একটা বই সে বের করবে।
তাতে তরুণ কবির কবিতাও থাকবে।
তাকে শর্ত দিল হাজার টা।
টাকা ও নিল হাজার করে ।


তার পর কবি সে বুঝল না কিছু।
কোথায় তার বই?
কোথায় তার ভুলে ভরা কবিতা?


একদিন সংবাদ পত্রে দেখে
এ কি করলো ?


একটা বই প্রকাশ হল ।
নিজের টাকা গেল অনেক।
লোকে তাকে উপহাস করে।
বলে পাগল কবি ।
কেউ বলে ।
মাথার তার ছেরা কবি।
কেউ তো ইট পাথর মারতে চায়।
তার অপরাধ ।
একটা কবিতার বই করল প্রকাশ।



আর ভালোবাসা টুকু ছড়িয়ে দিল বাতাসে।


সে যে নীরব কবি ।
তার নেই উচ্চ আসনে কোন ছবি
তাই তার ছন্দ ।
সব লাগে অঘোসিত মন্দ।


কিছু চোর ।
চুরি করে নেয় তার কবিতা।
চোর কবি হয়ে যায়।
কবি ভিখারিই রয়ে যায়।

ভিখারি কবির কবিতা।
কেউ করেনা প্রকাশ।
এটাই তার জন্য পরিহাস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।