এক আচিল ওয়ালা মেয়ে
- নাহিদ সরদার
এক আচিল ওয়ালা মেয়ে
মো: নাহিদ সরদার
বাঁশের আগায় হলদে পাখি
বউ কথা কও ডাকে
আচিল ওয়ালা সেই মেয়েটা
চোখ রেখেছে চোখে।
হেমন্তের এই বৃষ্টি সকাল
শিউলি ভিজে পড়ে,
সেই মেয়েটা পাখনা মেলে
যাচ্ছে মনে উড়ে।
তার মনে নেই ভাবনা কোনো
কেবল উড়ছে সুখে,
আমি ও তাই আকাশ হলাম
বাম পাশের ঐ বুকে।
সেই মেয়েটা চাইছে বোধ হয়
আচিল ছুঁয়ে থাকি,
আমিও তাই আচিল ছুঁলাম
জীবন দিয়ে বাকি।
আমরা দুজন সুর হয়েছি
এক কোকিলের গানে
মধুর সুরে দোল দিয়ে যাই
পাড়াপড়শির মনে।
এখন আমি খেই হারিয়ে
আছড়ে পড়ি সুখে,
মুখ গুজে তাই সুখ খুঁজেছি
আচিল ওয়ালার বুকে।
২৭/১০/২০১৬ ইং
বৃহস্পতিবার
সকাল,৮:২৪ মি:
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।