কবি কি লিখবে কবিতা?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অপ্রকাশিত কবিতা
তুমি কি আসবে ?
আবার কি হবে দেখা?
তুমি কি বলেছিলে ?
কি করে দেখালে।
কি ছিল তোমার মনে।
কি খেলা দেখালে এই কবিকে।
মিথ্যা শান্তনা কেন দিলে তবে
কেন দেখালে মিথ্যা স্বপ্ন?
কবি কি লিখবে কবিতা ?
তুমিই ছিলে তার ভাবনা
কেন লিখবে সে ।
তার স্বপ্ন তুমি নষ্ট করেছ।
তার ভাবনাতে দিয়েছ কষ্টের ছোয়া।
তুমি কি বলেছিলে।
কি খেলা দেখালে ।
কবিকে নিয়ে করলে খেলা।
শান্ত করে তোমার পিপাসা ।
নষ্ট করে দিলে কবির আশা।
ভ্রান্ত করে দিলে কবির ভালবাসা
তুমি তোমার স্বার্থকেই দেখলে ।
কবিকে বানালে অপরাধী।
শান্ত হলে তৃপ্তি মেটালে জৈবিক চাহিদার
অশান্ত ছিল তোমার মন।
যৌবনের ফেপে উঠা ঢেওয়ের মত।
কবি কি লিখবে এখন ।
কবিকে তুমি কথা দিলে ।
করলে মনের মতন মায়াবী খেলা।
প্রেমের কোন দাম ছিল না সেথায় ।
ছিল কাম বেদনা।
তৃপ্ত হলে ' শান্ত করলে দেহ
এখন কবিকে চিনে না কেহ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।