শূণ্য কল্পনা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
মানুষ সম্পদের পিছে ছুটে
সোনা, রুপা, হীরা
সম্পদ কি তার পিছে ছুটে?
না সহজে ধরা দেয়।।
যদি এমন হয়
হিরা, সোনা, মানুষের কাছে আসে
দেয় ধরা
তবে সবাই পড়বে লাফিয়ে
হিরার উপর
তার পর যদিও হিরার আচরে
দেহ যায় কেটে, ছিরে
তবু লোভ তাকে ছাড়ে না
চাঁদে সবাই যেতে চায়
সবাই কি পারে
যদি চাঁদ কাছে চলে আসে???
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।