কবিয়াল চিন্তা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
মিঠে রাত
বাকা চাঁদ
স্বপ্ন থাকবেই।
তবু এই সপ্ন
কবু না ধরা দেয়
রাত কেন কাল হয়
মিছে এই ভাবনা
ভাবছি আমি যে
খোলে মোর জনালা
বসে বসে ভাবনা
বেড়েছে বহুদূর
সেটাত থামেনা তবু যে সুমধুর
ভাবনাটা খেলা করে
মনের ঐ আকাশে
কখন যে মিশেছে
প্রাণেরি বাতাসে
সে কথা তো জানিনা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।