তুমি আছো তাই
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
এই ক্ষনে শুধু তোমাকে মনে পড়ছে —
তুমি যেন আছো মোর প্রাণের পরশে
তুমি আছো মোর
সুখেরি লগনে
এ মনের গভীরে
সুখেরি ভুবনে
তুমি আছো তাই
সুখ খুজে পাই
ভালবাসার পরসে
জীবন খুজে পাই
তুমি আছ তাই
স্বপ্ন খুজে পাই
স্বপ্ন গুলোতে সুখ খুজে পাই
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৭-০২-২০১৯ ২৩:২০ মিঃ
এই ক্ষনে শুধু তোমাকে মনে পড়ছে —
তুমি যেন আছো মোর প্রাণের পরশে
তুমি আছো মোর
সুখেরি লগনে
এ মনের গভীরে
সুখেরি ভুবনে
তুমি আছো তাই
সুখ খুজে পাই
ভালবাসার পরসে
জীবন খুজে পাই
তুমি আছ তাই
স্বপ্ন খুজে পাই
স্বপ্ন গুলোতে সুখ খুজে পাই

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।