এখন আমি তারে খুঁজি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

মানুষের মনের গভীরে
আমি খোঁজে ফিরি তারে
যে ভালবাসে মোরে
আজ মানুষের কাছে
ক্ষমতাই যেন মন্দির
ক্ষমতাই উপাসনালয়
তারা অর্থের পূজা করে
অর্থের জন্য জীবন কুরবানী করে
অর্থই যেন সব
আজ মানুষের মনে
মানুষের মূল্য নাই
মানুষের জন্য মানুষের মনে
কোন ভালবাসা নাই
আজ অর্থই যেন মাঝার
মানুষ কেনার বাজার
যার ক্ষমতা আছে সব কিছু তার
অর্থই যেন জীবনের কেন্দ্রবিন্দু
অর্থই যেন আকাশ
অর্থই যেন সিন্ধু
এটা সবার বিশ্বাস


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-০৪-২০১৭ ২৩:০৮ মিঃ

7
সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর ।।।।।।।।।।।।