কবিয়াল চিন্তা৩
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

ভালবাসা হল বিশ্বাস
আর বিশ্বাস হল একটা স্বচ্ছ কাচ।।
একবার বিশ্বাস ভেঙ্গে গেলে
ভালবাসার অস্থিত্য থাকেনা।।
তখন বাড়ে শুধু বেদনা """
গড়ে ওঠে দুঃখের এক বিশাল কারখানা।।
তবু ভালবাসা মানুষকে স্বপ্ন দেখায়
দেখায় জীবনের রং
বুঝায় জীবনের সুখ
তাই স্বপ্ন বাধে এই বুক।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।