রমজান এসেছে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অপ্রকাশিত কবিতা
রমজান এসেছে "
সিয়াম সাধনাকারী জাগো।
জাগো হে মুসাফির "
জাগো রাত্রি জাগো।
খোদার কাছে মাগফিরাত মাগো '
জাগো হে মাজনু,
লাইলি যে আছে মহান।
এ মাসেই নাযিল হয়েছে কুরআন।
সিয়াম সাধনাতে জিন্দেগী তোমার।
চিনে নিক সখা বেহেস্তের দোয়ার।
খোঁজে নিক সে মুহাম্মদের দিদার।
আসমানের ঐ নূরের রেখা।
পেয়েছে খোজে মুহাম্মদের নাম।
কুরানের আলোর রেখা "
পৃথিবী পেয়েছে রহমতের দেখা।
এমাস রাহমাতের "
এ মাস নাজাতের "
সময় আছে মাগফিরাতের,
পথ চিনে নাও আখিরাতের।
পথ খোজে নাও নাজাতের।
পাঠ কর তুমি আয়াত কুরানের।
সাফ করে নাও কালি যত দিলের।
মাফ চেয়ে নাও গোনাহগার দিলের।
আল্লাহ তোমার রাহমানির রাহিম '
এসেছে দেখ রমজানুল কারীম।
রমজানের হক্ক পালন কর তুমি,
সিজদা করে পাক কর জমি '
পাক কর দিল, পাক হও তুমি '
পাঠ কর কুরআন "
এ মাস যে মহান।।
৭জুন২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।