অনাকাঙ্ক্ষিত স্বপ্ন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অসমাপ্ত কাব্য
তোমার জন্য আমার ভাবনাগুলো তুলে রাখলাম।
নীল জোসনার রাতের তরে।
সেদিন না হয় চাঁদ দেখব না।
দেখব তোমাকে "
নীল অমাবস্যা রাতে '
তুমিই হবে অমাবস্যার চাঁদ '
তবে চাঁদের কি প্রয়োজন '
চাঁদ তো সবাই দেখে '
তোমাকে দেখার স্বাদ রয়ে গেছে।
বার বার জন্ম নেয় দেখার স্বাদ।
তুমি যদি না আসো সে রাতে।
সে রাতে চাঁদ চাই না আমি '
হয়ে যাক সেটা কালো অমাবস্যা "
নীল হয়ে যাক দুঃখের বিষে।
বার বার তোমার চোখে দেখতে চাই।
আমার আপন স্বপ্নগুলোকে '
দেখে নিও তুমিও "
যদি দেখতে ইচ্ছে করে।।
অনাকাঙ্ক্ষিত কোন স্বপ্নে তুমি আসবে না
আসবে না দেখাতে নীল জোসনা '
হবে না অমাবস্যার চাঁদ।
জানি তবু এ লাগান " তোমার তরে '
একটা অগোছালো ভাবনা "
পাগলের মত আমি '
পথের ধারে দাড়িয়ে থাকবো "
কেও না দেখুক " দেখবে সে।
দেখবে রাতের আধার '
যে আধারে প্রাণ আছে '
যে পেঁচা রাতে জেগে থাকে '
যে কণ্ঠ রাতে ভেসে বেড়ায় "
তুমিও শুনতে যদি আসতে।।
অনাকাঙ্ক্ষিত স্বপ্ন আমার তোমাকে ঘিরে
তুমি সেখানে অবাস্তব স্বপ্ন "
আমার বাস্তবতা তুমি চিন না।
আমার ভাবনা গুলোকে আমি ও মানিনা।
দেখি না বার বার "
তবু অনাকাঙ্ক্ষিত স্বপ্নরা '
তোমার আশা জাগিয়ে তোলে।
আমাকে করে অপরাধী "
আমি পাগলের মত '
কেন বার বার স্থান দেই
সে অনাকাঙ্ক্ষিত স্বপ্নগুলোকে "
সে প্রশ্নগুলো আজ ঝড়া কবিতা।
সব কিছু আজ তোমার মত নয় '
সব ভাবনা আমার মত নয়।
আমিও ভেবেছি "
যদিও সেটা অনাকাঙ্ক্ষিত "
তবু তুমি ছিলে " আছো "থাকবে "
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।