অচল দুই টাকা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অসমাপ্ত কাব্য

একদিন তোমার অনেক নাম ছিল।
ক্ষমতার দাপট ছিল অনেক।
তোমার কবজিতেও জোর ছিল।
তুমি কতনা মিছিলে "মিটিংয়ে '
কতনা রাস্তার ধারে বিড়ি মুখে
ধোয়া ছেড়ে করেছ আকাশ সাদা।
আজ তুমি বয়সের কেনা গোলাম।
অকেজো দুই টাকা নোটের মত।।
যে টাকার ব্যাংক মূল্য আছে।
সার্টিফিকেটে সে দুই টাকা।
তবে তাকে গ্রহন করতে রাজি কেও নয়।।
ফকিরটাও ভিক্ষা নিতে নিতে বলে।
কেন দিলেন বাবু এ টাকাটা???
এটার তো জীবন ই নাই।।
কি হবে এ অচল নোট দিয়ে???
রিক্সা ওয়ালা টা তাকিয়ে থাকে '
নিরব তার দৃষ্টি ''
যেন ভাজা মাছটা ওল্টাতে কষ্ট হয়।
নিরব কণ্ঠে সেও বলে '
ভাইজান টাকাটা -------
পরের ভাষাটা বুঝে নিতে হয়।।
সব ভাষা বলে না
কিছু ভাষা বুঝে নিতে হয়।।।
আজ সে টাকার মত '
তুমিও লোকের কাছে অগ্রহণযোগ্য '
ছেলে তোমায় ভারি বস্তু ভাবে।।
কি দেখলে এ সমাজে???
কত তোমার অভিজ্ঞতা?
দেখে নাও কাজে লাগবে কতখানি।।
কতখানি হবে দু টাকা।।।
তুমি আজ বড্ড ক্লান্ত '
ক্লান্তি তোমাকে উপাদি দিয়েছে বুড়ো।
তোমার জীবন কেন এমন আজ??
অচল দু টাকার সাথে কেন একাকার??
তুমিও কি তোমার বাবাকে??
থাক সে প্রশ্নের প্রয়োজন হয়তো নেই।।
তবে জীবন আজ থমকে গেছে।
মানবতা সেতো কাফনের কাপরে ঢাকা।
তুমি আজ অচল হয়েছ।
একদিন ছেলেটাও বুড়ো হবে।।
সেও পাবে তোমার মত সার্টিফিকেট।
তোমার চলা পথে সেও হাটবে '''
হাটতে হাটতে তোমার কথা মনে আসবে।
মনে আসবে " তুমি তো আসবে না।।
তোমার এখানেই অবসান ''
সে তখন কি করবে??????
প্রশ্ন রাখা সহজ '
উত্তরটা সবার জানা কঠিন বাস্তবতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৭-০৩-২০১৭ ২৩:৩৫ মিঃ

সুন্দর চিন্তা ।।।কত সুন্দর চিন্তা ।।।ভাবতে ও
পারেন