সময়ের ঘড়ি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অসমাপ্ত কাব্য

অসময়ের ঘড়ি



তুমি হয়তোবা আমায় ভাবছো '
হয়তো ভাবছো না।
তোমাকে নিয়ে আমি ভাববো '
সেই সময় খুজতেই সময় পার হয়।
জীবনের ব্যস্ততা তোমাকে আমাকে।
বার বার টেনে চলেছে।
নিয়ে যাচ্ছে তার আপন ঠিকানাতে।
নিজের রইল কি?
কি আছে বাকি
তার হিসাবের জন্য সময় আমাকে '
কখনো সুযোগ দিল না।।
তোমাকেও সে টেনে নিয়ে গেল।।
পৃথিবীর চারিপাশ "
যতসব ছাইপাশ " চিন্তা 'ভাবনা 'চেতনা।
তোমার জন্য একটু খেয়ালের রচনা।
বেখেয়ালি সময়ের টানে।
কখনো শুকনো পাতা গুলোর শব্দ '
চারদিকে ওড়ে কিছু যন্ত্রণা নিয়ে।
তবু সময় তার নিষ্ঠুরতা ছাড়ল না।
ছুটি দিলো না আমাকে '
কোন একদিন হয়তো দেখা হবে।
যেমনি আগে দেখা হতো '
রোজ দেখা করার ইচ্ছে টা।
আজো পিছু ছাড়ল না।
একদিন তেমনি দেখা হবে।
শুধু সময় পাল্টাবে তার রুপ।
তোমাকে চিনতে চাইলেও।
তুমি না চেনার অভিনয়ে ব্যাস্ত থাকবে।
জীবনের হিসেব টা বার বার ঝুলবে।
দেনার খাতাটা কখনো মিলবে না।
জীবনের চুরান্ত হিসাব হবে অমিল '
যদিও সে হিসাব আমার হাতে নেই।
না তোমাকে কিছু বলব।
বলার কিছু নেই "
সময় তা কেড়ে নিয়েছে '
তবে তাই হোক "
চলন্ত ঘড়িটাকে থামাবার দরকার কি?
তার পথে আমরাই কাটা।
জীবনের ঘনঘটা " আত্মাটা রগচটা।
বার বার জেগে ওঠে।
করতে চায় বিদ্রোহ '
বিদ্রোহী হওয়ার ভুত চেপেছে তার।
সে আজ বিদ্রোহী পাগল।
তার কোন জনমত নেই।
নেই কোন ছিচকে অহংকার।
আছে শুধু একরাশ আশা।
সেটা তোমাকেই নিয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।