তোমার স্পর্শ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অপ্রকাশিত কবিতা
সেদিন রাস্তার ধারে '
তুমি দাড়িয়ে ছিলে একা '
খোলা চুল তোমার বাতাসে '
তোমার দিকে তাকিয়ে ছিলাম '
তোমার চোখের মায়া '
আজো মনে পড়ে '
হাজার বছর সে চোখ দেখতে চাই
দেখতে চাই রাত, দিন '
আমার স্বপ্নে "জাগরনে '
যে মায়া তোমার চোখে
সে মায়া নিস্তব্ধতার মাঝে আশা '
এক নিরব বিকেলের তৃষ্ণা '
এক চাতক পাখির উড়ে চলা '
তোমার চু্লের গভীরতায় '
হাড়িয়ে যাবে কবির কবিতা '
হাড়িয়ে যাবে তার সকল ছন্দ।
ভাষাহীন হবে তার সবকিছু '
কবি হাড়িয়ে যাবে সে অন্ধকারে
তোমার চোখে "
যে স্বপ্ন খেলা করে।
সে স্বপ্ন কেও দেখেনি কোনদিন।।
বাতাসে লেগে থাকা তোমার স্পর্শ '
বার বার স্নিগ্ধতার চুমু দিয়ে যায়।
ভালবাসার কথা ভাবিনী '
ভেবেছি অসীমের সীমার কথা।
তোমার স্নিগ্ধতার কথা '
ছড়িয়ে আছে পৃথিবীর প্রান্তে '
এই ঘাসে ' আকাশে '
তোমার শাড়ীর আচলে।
তোমার জাদুকর দৃষ্টিতে।
তোমায় ছুয়ে যাওয়া বৃষ্টিতে।
যে বৃষ্টি ছুয়েছে তোমার কেশ।
চুম্বন করেছে তোমার নাকে '।
সে বৃষ্টি আমাকেও ছুয়ে যাক।
ছুয়ে দিক এই অন্তর।
আমিও সে স্পর্শ পেতে চাই।।
মুগ্ধ হতে চাই তোমার ছোয়া পেয়ে।
তোমার স্পর্শ যে বাতাসে লেগেছে "
আজো সে বাতাস আমাকে স্নিগ্ধ করে।
শান্তি দিয়ে যায় মনে।
ভালবাসার শিহরণ যেন পুরোনো হয় না।
বার বার নতুন লাগে।।
বার বার মনে পড়ে তোমাকে "
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২০-০৩-২০১৭ ০০:৫১ মিঃ
বাহ।।।।।খুজে পেলাম।।।
যদিও ডাইরিতে লেখা থাকে।।তবুও বার বার
পোস্ট দিবো কেন??

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।