অজানা এক রহস্য তুমি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তোমার দুচোখ সমূদ্রের মতো
যেখানে সবকিছু নিমজ্জিত
গভীরতার মধ্যে সাতার কাটা
নিজেকে না ডুবিয়ে
নিদ্রাহীন ভাবে বসবাস
রহস্যের সাথে যেখানে তোমার বসবাস
এবং অজানা দ্বীর্ঘশ্বাস
তোমার প্রতিটা হৃদস্পন্দন .
তরঙ্গের মধ্যে খুজে বেড়াই
এবং খুজে বেড়াই প্রত্যেক বিন্দু সম্পর্কে জানতে ,
তোমার অসীম রহস্যের
এবং ধীরে ধীরে তোমার প্রেমে পরে যাই
দিনে দিনে তা বারতেই থাকে
কিছু হারানো ছাড়াই
আমার গভীর আত্মা
শুধু তোমাকেই ভালবেসে যায়
তোমাকেই ভালবেসে যাই , শুধু তোমাকেই ,
কোন কিছু গ্রহন ছাড়াই
তোমার তরঙ্গের মাঝে সাতার কাটি
যেখানে কোন বাধা নিষেদ নেই
এটা শুধু তোমার প্রেমেই প্রেমময়
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।