তোমায় ছাড়বো না
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
আমি তোমায় কথা দেব না
কথা দেব না "
ওয়াদা করব না।
হাজার বছর পাশে থাকার।
কিন্তু তোমায় ছাড়ব না
জ্বালাতন করে যাব আজীবন "
নষ্ট মানুষের মতন।
কষ্ট দেব তোমায় পাশে থেকে
নির্লজ্জ বেহায়ার মতন।
আর সেই কষ্ট ভাগ করে নেব।
চোরের মতন চুরি করে,
তোমাকে জানতেও দেব না
দুর্নীতি করে ভোগ দখল করব কষ্টগুলো।
তবু তোমায় ছাড়ব না,
তোমায় ছাড়ব না কোনদিন
এটা কিন্তু কথা দিই নি,
এটা ওয়াদা নয়।
এটা এক প্রকার ভয় "
ধরা পরে যাওয়ার ভয় "
আমি তো চোর
তোমার দুঃখ চোর "।
আমি তোমায় মুক্তি দেব না
যতদিন বেচে আছি,
তোমায় ছাড়ব না।।
রোজ তোমায় যন্ত্রনা করব।
তোমার কানে কামরে দেব।
আবার মলম লাগাব যতনে "
অপেক্ষা করব ভাল হওয়া পর্যন্ত
তবু তোমায় ছাড়ব না।
আমি কথা দিতে রাজি নই "
কথা রাখা কষ্টের।
আমার জীবন রুটিনে বাধা নয়
কখনো ছিলনা আগে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।