অপরিচিত ভাবনা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা
এখন ভাবনা গুলো আগের মত নেই
সব কিছুই অপরিচিত "
যেন এ ভাবনা গুলো আমার নয়।
এখন সুখ গুলোকে আর সুখ মনে হয় না
দুঃখ গুলোকে সুখ মনে হয়।
সুখের স্পর্শগুলোকে আপন মনে হয় না
দুঃখগুলোকে আপন মনে হয় "
দুঃখ গুলোকে বন্ধু মনে হয় "
দুঃখ গুলোকে জীবনের অংশ মনে হয়।
এখন ভাবনা গুলো আগের মত নেই "
সব অপরিচিত হয়ে গেছে "
যে দুঃখ জীবনের সব ক্ষণে "
পাশে থাকে ছায়া হয়ে "
সেটা দুঃখ হলেও পকৃত বন্ধু।
যে সুখ অমাবস্যার চাঁদের মতো,
সেটা সুখ হলেও বন্ধু নয়।
আজ ভাবনা গুলো অগোছালো "
কারন ভাবনা টা অচেনা "
তাই সব কিছু দেখা যাচ্ছে না "
পরিচিত ভাবনাটাকেও চেনা যাচ্ছে না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।