স্বপ্নের বসবাস
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
আমার অজান্তে "
আমার কিছু হাড়িয়ে গেছে ""
আমার স্বপ্নে আমি রয়ে গেছি "
তুমি আমায় ছেড়ে চলে গেলে।
তুমি জানোও না,
তুমি আমায় কোথায় রেখে গেলে।
আমার কিছু হাড়িয়েছে,তোমার কাছে।
তুমি তা জান না।
আমি স্বপ্নেই রয়ে গেলাম,
স্বপ্নেই হাড়িয়ে গেলাম।
শুধু তুমি জানলে না "
তুমি ফিরিয়ে তাকালে না।
আর আমি রয়ে গেলাম,
সেই পুরোনো স্বপ্নে,
হাড়িয়ে গেলাম,
সেই পুরোনো স্বপ্নে।
তুমি আমায় খুজলে না।
আমি যে স্বপ্নে বসবাস করেছি,
সেই স্বপ্নে আমি হাড়িয়ে গেছি,
তুমি তা জানও না,
আমি কিছু হাড়িয়ে ফেলেছি,
তোমার মাঝে,
আমার স্বপ্নের মাঝে,
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।