নষ্ট প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা

---
পুরা গন্ধ নাকে লাগে কি তোমার?
দিল পুরার গন্ধ,
তোমার আগুন সহ্যকরতে না পেরে,
যে দিল পুরে গেছে।
তোমার ঐ নষ্ট বুকের গরম নিঃশ্বাসে,
যে বুক জ্বলসে গেছে "
এটা সেই পুরা বুকের গন্ধ।
তোমার নষ্ট যৌবনের ছোয়ায়,
যে বুক পচে গেছে "
এটা সেই পঁচা বুকের গন্ধ "
তোমাকে যে পাপি হাত,
তোমার হাতে হাত রেখেছিল "
যে নষ্ট শরীর,
তোমার স্পর্শে মাতাল ছিল "
এটা সেই নষ্ট বুকের গন্ধ "
হাহাকার শুনতে কি পাও "
এটা সেই বুকের চিৎকার "
যে বুক তোমার ছুয়া পেতে "
নষ্ট করছে নিজেকে "
যে বুক তোমার ছোয়া পেতে "
কান পেতে রেখেছে তোমার কণ্ঠে "
তোমার নিঃশ্বাসে,
যাকে তুমি ভুলে গেছ আজ "
ভুলে তুমি কেমন আছো??
সে বার বার জান্তে চায়।
তবু তোমার দেখা না পায়।।।
তুমি তো প্রেম লিলাতে মেতে।
পারো না কি তার কাছে যেতে???
একবার বুকে হাত রাখতে।।
তুমি আজ যে খেলায় মেতেছ।
সে খেলারো শেষ আছে '
একদিন হিসাবের ঘড়ি সামনে দাড়াবে '
কঠিন হিসাবের ঘড়ি।।









১০/১১/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।