তুমি যে স্বপ্ন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা

তুমি এক স্বপ্ন
তুমি বাস্তবতার কাছে অনন্ত যৌবনা,
তুমি স্বপ্নের মাঝে দ্বন্দ্ব হীন সুখ "
তুমি প্রেম ও আশার মাঝে,

বেদনা আর দুঃখ থেকে দূরে,
তুমি ভালবাসা, বিচ্ছেদের চাইতেও বেশি,
তুমি স্বপ্ন ময় এক আলো,

তুমির শুধু তোমার সাথেই তুলনীয় "
তুমি সবার থেকে আলাদা।
তুমি সুখ আর আশার রুপ,
তুমি হাহাকার, তুমি নিশ্চুপ,
তুমি বেদনায় অশ্রুর কাছে,
তুমি স্পর্শে, দেহের মাঝে।
তুমি সুখ হয়ে,
এক রাশ হাসির মাঝে।
তুমি তোমার





মাঝেই আলোর ঝলক
তোমার আলোয় আলোকিত বিশ্বলোক।
তুমি যেই স্বপ্ন,
সে স্বপ্ন আজো আপনার মাঝে,
খেলা করে আমার সুর নিয়ে,














৯/১২/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।