তুমি কি এক হবে?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা
আমি তোমার বাহুতেই সাচ্ছন্দ অনুভব
করি
তোমার স্পর্শের উষ্ণতা অনুভব করতে
ভালবাসি
আমি তোমার সুন্দর চোখ দেখতে
ভালবাসি
তুমি কত যত্নবান তা অনুভব করতে
ভালবাসি
তোমার মত কেও আছে ,
এটা ভাবতে আমি সুখ অনুভব করি.
প্রতিদিন আমি ভাবতে পছন্দ করি ,
তোমাকে নিয়ে .
হাটতে বালবাসি তোমার হাত ধরে
অনেকটা লম্বা পথ অতিক্রম করতে
পছন্দ করি
শুধু তোমার সাথে .
তোমার হাত ধরে ,
তোমার প্রতি কদমের সাথে তাল
মিলিয়ে
পছন্দ করি তোমার চোখে চোখ রাখতে
তোমার হাতে হাত রাখতে
আমি ভালবাসা অনুভব করি
যখন তুমি আমার বাহুতে থাক
আমি চাই তুামি সেখানে থাক
চিরদিন
তোমার বাহু দিয়ে আমাকে জড়িয়ে
আমি তাতে ভালবাসা অনুভব করি
এবং যখন তোমার মাথা আমার বুকে
রাখ
তাতে একটা সুখ অনুভুত হয়
আর যখন আমার মাথা তোমার বুকে
রাখি
আমি যেন সব শুনি
শুনতে পাই তোমার বুকের স্পন্ধন
আমি চলে যেতে চাই না
আমার এই স্বর্গ ছেড়ে .
২২/১১/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।