ছলনাময়ী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা
পৃথিবীর শুরু থেকেই
পুরুষের হাতে রয়েছে তরবারি
নারী হয়েছে পুজার অধিকারী।
পুরুষেরা হয়েছে পুজারী।
নারী হয়েছে দেবী।
দেবালয়ের ছবি।
কবিতা লিখেছে কবি।
শিল্পি একেছে ছবি,
প্রেমের ছবি, ভাবের ছবি,
মান অভিমানের ছবি,
নারী তুমি স্বপ্নে দিয়েছ বালি।
তুমি পূজায় কালী।
তোমার রুপে পাগল দিবানা।
তুমি সবাইকে করেছ এক।
কে বা ইহুদি, কে বা শেখ।
তুমি নারী,
সভ্যতায় নারী "
পাপে, নষ্টকর্মে নারী।
প্রেম, আর ভালবাসার নারী।
আশা আর স্বপ্নে নারী।
কল্পনা আর বাস্তবতায় নারী,
নারী তুমি প্রেমে,
নারী তুমি বেদনায়,
নারী তুমি স্পর্শে,
আমার মনের ঠিকানায়
পৃথিবী কে ভুলিয়েছ তোমার ছলনায়।
নারী তুমি অহংকারীণী
তুমি ছলনার অধিকারিণী,
তুমি মমতার অধিকারীণী,
তুমি দেবালয়ের রাণী,
তুমি এক চক্রবাকের বাণী,
তোমার ছলনা , কি করে বুঝব ললনা?
তুমি এক চক্রবাকের ঠিকানা।
২/১১/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।