শান্তির অপর নাম ধ্বংস নয়
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য

খুনের বদলে খুন হলে,
কে ডাকবে তোমায় ভাই বলে।
দেশটা হবে শ্বসান,
তুমি কি হবে,? সয়তান??
জীবন তুমি নিয়েছ যার,
সেও সন্তান কোন মার,
ভুল করেছিল সে,
তাই বলে খুন তো করেনি,
তাকে সত্যের সন্ধান দিয়ে "
ভাল হওয়ার সুযোগ তুমি দাওনি।
বিনিময়ে তুমিও করেছ অপরাধ,
গড়েছ এক বিভেদের প্রাসাদ।
তুমিও পাপি,
ধর্মে, মর্মে, মানবতায়,
তুমিও পাপি,
কলঙ্ক লেপেছ তুমি মানবতায়।
মানবতা তোমার কাছে অসহায়।
ক্ষমা করা শিখিয়েছে যে,
তার নাম নিয়েই করছ অপরাধ,
গড়ছ তুমি গুণাহর প্রাষাদ,
করছ মানবতার খুন "
তোমাকে গ্রাস করেছে পশুত্বের গুণ।
শান্তির অপর নাম ধ্বংস হবে কেন?
অধিকারের অপর নাম মূত্যু বল কেন?





২//১১//২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।