কবির কথা কি?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য
তোমার ভালবাসা পাবার আশায়,
আমি কবিতা লেখি না।
আমি তৃষ্ণার্ত,
পিপাসা মিটাতে আমি কবিতা লেখি।
তোমার প্রেম প্রার্থী আমি নই।
না প্রেমিক হওয়ার শখ আছে।
যে নিষিদ্ধ পথে,
হেটে চলেছি,
যে নষ্ট জীবন আজ চারদিকে,
তারা করে ফিরে নষ্ট আশাগুলোকে।
আর বিদীর্ণ করে দেয় বুকের পাজর।
নষ্ট এক হাহাকার দিয়ে।
যৌবনের যে নষ্ট আশা,
যাকে তোমরা বল ভালবাসা।
সে ভালবাসা তোমাকে
দিতে চাই না কখনো।
যে নোংড়া থাবা গ্রাস করেছে গোলাপে।
সে নোংড়া গোলাপ তোমায় দিব না।
তবে যে পথে আজ চলছি,
সে পথে তুমি যেওনা।
তোমাকে আমার কবিতা
পড়তে বলব না,
না বলব আমায় ভালবাসতে,
সেই নষ্ট জীবনের সাথে,
নষ্ট একটি আশার সাথে।
যার পরিচয় আজও কলঙ্কীত,
যার বসবাস নষ্টনীড়ে
সে রকম ভালবাসা চাইনা।
না চাই তোমার করুনা মাখা মুখ।
যা আমার দিকে তাকাতে চায়।
যে কাহিনী নষ্ট করেছে,
এ পৃথিবীর বুক,
সে কাহিনী, তোমায় পড়তে বলব না।
যে কবিতা ছন্দ নষ্ট করেছে।
সে কবিতা তোমায়, পড়তে বলব না।
তুমি কেন রবে,
এই নষ্ট কুটিরে।
এই বিকৃত স্বপ্নের সাথে।
কেনই বা পড়বে ,
এই ছন্দহীন কবিতা।
৩//১১//২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।