তোমাকে স্বাগতম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য
তোমাকে স্বাগতম '
এই শান্তিময় পৃথিবীতে।
কেন এই কান্না?
কেন চোখে পানি?
এই পানিতো ইবাদতের জন্য
তারা কি হাড়িয়েছে?
তারা কিসের খোজে?
যারা এখানে অশান্তিতে ব্যাস্ত
তোমার খোজা নতুন শান্তিতে।
তোমার দেখা সুন্দরে।
এই সুন্দর পৃথিবীতে '
এখন তোমাকে স্বাগতম '
তুমি নতুন কিছু বলতে যাচ্ছো '
করতে যাচ্ছ নতুন কিছু '
এমন কিছু বলতে যাচ্ছ '
যার কোন সাক্ষী নেই '
যা ঘটেনি আগে '
আগের বাক্য গুলো কলঙ্কীত।
আগের কাজগুলো কুসংস্কারে আচ্ছন্ন।
ভরে আছে নানান অপরাধ '
নতুন কিছু বল '
যা একটা নিরবতা দিয়ে ভরা '
একটা শান্তি দ্বারা আবদ্ধ "
পৃথিবী প্রদর্শিত হবে, এবং তোমাকে স্বাগতম "
সে একাই তোমাকে বিশ্বাস করে '
সে তোমাকে ছাড়া কিছু বুঝে না।
তোমাকে ছাড়া কোথাও যাবে না
সে তোমার জন্য অপেক্ষমান '
অন্যকিছু কে বিশ্বাস না করে।
তার অপেক্ষা কিছু না কিন্তু বিশেষ।
তার অপেক্ষা বিশেষ প্রিয় '
ও উদারতা
এটা তোমার উদারতা ''
তুমি তাকে ফেরালে
পৃথিবী প্রদর্শিত হবে " এবং তোমাকে স্বাগতম।
সে তোমার সম্পর্কে প্রশ্ন করবে না।
জানতে চাইবে না গতি সম্পর্কে '
বিস্মিত বালিকা '
যার দেহ আর চোখে জান্নাতের ছোয়া।
যার ঠোট স্বর্গের সুর নিয়ে খেলা করে।
যার চুল মেঘের মত ভাসমান '
যার ভাষা অন্যদের মত নয়।
পৃথিবী তাকে দেখেনি আগে।
পৃথিবী প্রদর্শিত হবে "আর তোমাকে স্বাগতম '
তুমি উলঙ্গ '
সে তোমার চাইতেও বেশি '
তোমরা দুজনেই সুন্দর '
এই নিরব স্থানের মাঝে '
একটি সুন্দর স্বর্গে '
যেখানে আলো পোছায় না '
একটি ছোট প্রজাপতি তার পথ খোজে।
সে তোমার ছোয়া পেতে চায়।
তোমার শান্তির নীরে।
পৃথিবী প্রদর্শিত হবে এবং তোমাকে স্বাগতম '
একদিন তোমার ভালবাসা মুক্ত হবে।
সে নতুনভাবে আবিস্কার হবে।
তোমার এই মহান হাসি।
একদিন দুর্দিন শেষ হবে '
কুসংস্কার দূর হবে '
শিশুর মত বড় হবে জাগরন।
তোমার দেশ জেগে উঠবে।
এটা হবে জাদুর মত '
তারা অন্ধকার দূর করে "
নিয়ে আসবে আলোর সন্ধান।
যে কবিতা আজ লজ্জাকর '
তা সবাই পড়বে "
লজ্জা দূর করে দিবে অন্তর থেকে।
তোমার মহানুভবতার কারনে।।
ও আমার বন্ধু "
একটা শান্তির ঘুমে যাও '
এটা তোমার খুব দরকার।
অনেক পরিশ্রম করেছ '
একজন মহানুভব ব্যাক্তির মত।
পৃথিবী ছেড়ে যাওয়ার আগে '
তোমার কর্ম শেষ হবার আগে।
এই কর্মস্থান ত্যাগ করার আগে।
তুমি করে যাও সেই কাজ।
যা পৃথিবীকে মুক্তি দিবে।
পুরোনো সব পাপ থেকে "
সব অপরাধ থেকে "
যে অপরাধ বোধ ছেয়ে আছে অন্তর।
যে কুসংস্কার ছেয়ে আছে আকাশ।
তা তুমি করে যাও দূর "
এ সমাজ থেকে মুক্ত কর কালি '
দিয়ে যাও সুন্দর সকাল "
আলোকিত ভুবন "
এবং তুমি চলে যাওয়ার আগে "
আকাশের দিকে তাকাও '
যে আকাশ দুঃখের রঙ্গে নীল '
ঘাস আজ ব্যাথিত।
তা তুমি দূর কর।।
এবং নিজেকে বল।
বোকারা ভিতু হয়।
ভিতুরাই ভেবে ভেবে মরে।
মৃত্যুতেই জীবনের শেষ।
এটা ভিতুদের ভাবনা।
একটা সুন্দর নিদ্রাতে যাও।
নিদ্রাতে যাওয়ার আগে।
পৃথিবীতে সাক্ষী রেখে যাও।।
তুমি আছো 'থাকবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।