বনলতার জীবনানন্দ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা
আজো আমি পথে পথে হাটি।
জীবনানন্দের মত '
হাজার বছরের পথ চলা।
আমি পাগল '
মা 'বাঙলা "মাটির '
আমি পাগল।
আমি পুরোনো পথিক।।
আমি বনলতার হাসির তিব্রতা।
আমি তার বাড়ির আঙ্গিনা।
আমি পাগল
বাঙলার পথে হাটিয়া বেড়াই
হাজার বছর ধরে
এই পথের ধারে
হেটে চলেছি ক্লান্তিহীন ভাবে।।
হেটে চলেছি চারণভূমি তে '
চারন কবির পোশাকে '
হেটে চলে রবী ঠাকুরের মত '
হেটে চলেছি জসীম উদ্দীনের গ্রামে গ্রামে।
হাজার বছর ধরে সে পথ '
আজো পথের বাকে পড়ে আছি '
পথিক হয়ে হেটে চলেছি।
আমি পথ চলেছি জীবনানন্দ হয়ে '
জীবনানন্দ কে নিজের মাঝে জাগিয়ে।
আমি আমার মাঝে,
বনলতার প্রেম খোজে পাই।
আমিই তো বনলতার জীবনানন্দ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।