পরাধীন প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

প্রেম মানে বদ্ধ ঘরে
শিকল বাধা পরাধীনতা,
বন্ধুত্ব মানে,
মুক্ত আকাশে ওড়ার স্বাধীনতা।
প্রেম তোমার আদেশ মানতে হবে
চাওগুলোর বলি হবে,
তেমন প্রেম কোমার কাছে চাই না।
কখন স্বাধীনতা হাড়াতে চাইনা "
চাইনা করুনাতে ঢাকা মৃত ফুল।
চাইনা কারো বেদনাময় বিষাক্ত মুখ।
আকাশকুসুম স্বপ্নের মাঝে
পেতে চাই না সুখ।
আমি তোমার চশমা হয়ে
হতে চাই না পাপি।
পাপ না করেও, হতে চাই না তাপী,
সুখ সে আঠা নয়,
লাগিয়ে রাখব গায়ে,
লগার মালাও নয়,
পড়াব তোমার গলে,
প্রেম নামের পরাধীনতা চাইনা তোমার কাছে
শুধু বলতে চাই, এখনো আছি বেচে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।