তোমার ভালবাসা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা

তোমার ভালবাসা খোজে পাই,
দুলো মাখা মরু প্রান্তরে।
তোমার ভালবাসা খোজে পাই,
আমার আপন অন্তরে।
তোমার ছোয়া আমার বুকে
খোজে পাই আমার শরীরে,
আমার হৃদস্পন্ধনের গভীরে,
আমার নিঃশ্বাসে,
আমার অন্তরে,
খোজে পাই শুধু তোমারে।
আমার ঠোটের মাঝে,
আজও তোমার গন্ধ লেগে আছে,
তোমার নিঃশ্বাসের গন্ধ।
তোমার ভালবাসার গন্ধ,
আজও তোমায় দেখতে পাই,
চোখ দুটো করলে বন্ধ।
আজও তোমায় খোজে পাই,
আমার স্বপ্নের মাঝে।
আমার আপনার মাঝে,
তোমার সকল স্পর্শের মাঝে।
আমার চোখের আলোতে তোমার চোখ,
আমার দেহের স্পর্শে তোমার স্পর্শ,
আমার কানে তোমার কন্ঠ,
আজো তারা করে,
আমার স্বপ্নে তোমার স্বপ্প।
আমার আলিঙ্গনে তোমার আলিঙ্গন।
আমার বুকে তোমার ছোয়া।
খুজে পাই তোমাকে।
খুজে পাই তোমার ভালবাসা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।