কবির কবিতা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা
আমাকে আটকে রাখতে চেয়েছিল
তাদের খাচায়, করুনা করে
কিন্তু আমি স্বাধীনতা চেয়েছি
করুনা কখন চাইনি।
বদ্ধ জীবন টা তাদের সুখের মনে হয়
আমার মনে হয়নি "
তাই দূরে সরে এসেছি।
বহু দূরে তার থেকে।
আমি বন্দি থাকার জন্য জন্মাইনি
আমি জন্মেছি স্বাধীন হতে।
আমি করুনার খাচার লোভী নই
তাই তাতে আমায় শোভা পায় না
করুনার মত সুখ আমি চাইনি
তবু তার কাছথেকে তাই পেয়েছি
করুনার খাচায় বন্দি হয়ে
বসবাস আমার জন্য নয়।
যার করুনার পাত্র হওয়ার সখ
তাকে খুজে নাও।
আর বন্দি করে রেখ '
তোমার আবদ্ধ ঘরে।
আমি করুনা চাই না।
আমি স্বাধীনতা চাই।
তাই আমি নিয়েছি বিদায়।
যার আবদ্ধ জীবন ভাল লাগে
তুমি তাকে খুজে নাও।
আমার এক টুকরো স্বাধীনতা চাই
এক টুকরো নিজের আকাশ চাই।
ওড়ার মত একটা স্বাধীন মন।
আমান করুনা চাই না।
এক টুকরো ভালবাসা চাই।
চাই একটু স্বাধীনতা।
একটা স্বপ্ন চাই,
একটা স্বাধীন স্বপ্ন,
একটা মুক্ত মাঠ চাই।
দাড়িয়ে আকাশ দেখার মত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।