কে তুমি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা
কে তুমি ?
বার বার মরিচিকা দেখাচ্ছো পৃথিবীরে।
বার বার ভুল কাহিণী করছ প্রচার
বার বার নষ্ট করছো ইতিহাস।
কে তুমি ?
বার বার বলছো মনে যা চায় ।
বার বার পরিবেশ করছ নষ্ট।
কে তুমি ?
বার বার অন্ধকার নামাতে ব্যাস্ত
নোংড়া করতে ব্যাস্ত এই সমাজ কে।
কে তুমি ?
নারীকে পণ্য ভাবো
ভাবো তারা মিডিয়ার সাঁজগোজ।
পণ্য বিক্রির একমাত্র হাতিয়ার ।
কে তুমি ?
পতিতালয় কে করছ জনমানবের আবাদ
বার বার যাতায়াত তোমার সেই ঘড়ে ।
তবু ভদ্রতার মুখোশ লাগিয়ে মুখে
পতিতালয় চালাও খরিদ দার হয়ে
তাদের গালি দাও শান্ত হয়ে
ভদ্র সাজো বাইরে বের হয়ে।
কে তুমি?
সমাজকে করছো নষ্ট
মানসিকতা তোমার সয়তানের মতন।
কে তুমি ?
মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলো?
কে তুমি ?
ধর্ম কে কলোসিত করতে চাও
মানবতার শান্তিকে নষ্ট কর।
কে তুমি?
কেন এলে এই পৃথিবীতে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।