দিনপঞ্জিকার প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা
-•-----•••--•••---•••--
তুমি আসোনি।
কত দিন চলে গেল।
'
'তুমি কি ভাবছো?
আমি বসে বসে দিন গুনি।
দিন তো গুনে দেয়ালের রংচটা দিনপঞ্জিকা
সময় গণণা করে ঘড়ি।।
আমি শুধু দেখি ।।
'
'তুমি এলে না ।।
বর্ষপঞ্জিকার ছবি হল পরিবর্তন।।
একদিন সেই কাগজে ওই ধরল।
আবার নতুন একটা কিনেছি।।
এভাবে কত যে পরিবর্তন।।
কই তুমি তো মুখ দেখালে না।।
'
'
আসলে তো দেখাবে।।
"
"
এখন আমি কাগজ বিক্রেতার কাছে।
বিক্রি করে দিলাম পুরোনো গুলো।
নতুন বছর আসছে ।।
জানো তো "
সব কিছু আবার পাল্টাবে।।
পাল্টাবো পুরোনো ডাইরি।
পাল্টাবো পুরাতন অনেক কিছু।
নতুন কলম কিনবো।
'
'
শুধু পাল্টাতে পারবো না '
রক্তে মিশে থাকা পুরোনো অভ্যাস।
আর এই আমাকে।।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।