উপহার
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা
একটা ডাইরি উপহার পেলাম
একটা কবিতা লিখে নিলাম।
ছন্দছাড়া কবিতা ।
"
"
কবি একটা ডাইরি দিল ।
একটা কবিতা লেখা হল ।
কবিকে আর আমাকে নিয়ে।
একটা শব্দছাড়া কবিতা।
ছন্নছাড়া বাধনহারা কবিতা।
"
'
ডাইরি আমাকেও কবি বানাবে।
কলমের সাথে সে প্রেম করবে।
কলমের সাথে করবে মিলন ।
কলমের সাথে তার মধুর ভাব।
"
"
ভালবাসার নেই অভাব।
"
"
কলমের প্রেমে আমিও কবি হব।
কবিতা লিখব মানবের লাগি।
প্রেমের কবিতা লিখব।
দ্রোহের কবিতা লিখব।
'
জাগরনের গান লিখব।
নজরুলের কথা লিখব।
রবীঠাকুরের ছবি আকবো।
মধুসূধনের গান লিখব।
আর লিখব জীবনানন্দের কবিতা।
'
'
আমি কিছুই জানি না।
ডাইরি আর কলমের প্রেমে।
আমি কবি হবো।
জন্মনিবো কবি হয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।